দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত মহাখালী জিপি গ হাজারিবাড়ী এলাকার বাসিন্দা রবিউল আউয়ালের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
চাচাতো ভাই শাকিল জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন রাহাত। ভোরে তার এক বন্ধু খোকনের ফোনে খবর পান যে রাহাত ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাকিল আরও জানান, ভবনের রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে নামার সময় পরিচিত যুবক মুন্না ও তার সঙ্গে থাকা পাঁচ-ছয়জনের সঙ্গে রাহাতের কথা হয়। রাহাত জানতে চান—“এত রাতে কী করছো?”—এমন প্রশ্নের পরপরই তারা তাকে মারধর শুরু করে এবং বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, “ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় রাহাতকে কয়েকজন যুবক আক্রমণ করে। বাম উরুতে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।