ঢাকাThursday , 14 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত।

বার্তা কক্ষ
August 14, 2025 4:45 pm
Link Copied!

https://youtu.be/rlkuREZG9ls
সারাদেশের মতো রাঙ্গামাটির বাঘাইছড়িতেও শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্যে ডা. সাইফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে প্রায় ৫ কোটি শিশু। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম, যার নিবন্ধন চলছে ১ আগস্ট থেকে। জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে। নিবন্ধনের জন্য
।তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্মদিবসে উপজেলার ১৮৬টি স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন পৌরসভা ও ইউনিয়নের ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। মোট ২৫ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন।
অতিথিরা তাদের বক্তব্যে এই টিকাদান কর্মসূচির সাফল্য নিশ্চিত করতে একযোগে কাজ করার আশ্বাস দেন এবং প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করায় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।