দৈনিক আশুলিয়া
বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষের কান্ডারী, বিএনপির জননন্দিত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাসেল আল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপি নেতা খেলাফত হোসেন খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।