ঢাকাFriday , 15 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে ৪ শতাধিক যানবাহন তল্লাশি, ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বার্তা কক্ষ
August 15, 2025 8:37 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় দেশের চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩২ মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের বাবুরহাট এলাকায় ১০৯টি যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ২০০ যানবাহনে তল্লাশি চালিয়ে ১৩ মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় ১০৩টি যানবাহনে তল্লাশি চালিয়ে ১০ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সব ধরনের অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে।”