ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি বাবুল, সম্পাদক ইয়াদ।

বার্তা কক্ষ
August 17, 2025 7:13 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৬ আগস্ট) বিকেলে এসসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে মোঃ শহিদুল হক বাবুল সভাপতি এবং মোঃ মেহেদী হাসান ইয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও মো. ফিরোজ তালুকদার নির্বাচিত হয়েছেন।

মোট ১,১৩৬ জন ভোটারের মধ্যে ১,১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ছিল ১৩।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, নাসির আলাপ, মোজাফ্ফর রহমান আলম, মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, শিকদার ফরিদুল, আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দীর্ঘদিন পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা।