ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে আশুলিয়ায় বিসিডিএস’র মানববন্ধন

Link Copied!

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে আশুলিয়ায় বিসিডিএস’র মানববন্ধ

প্রতিনিধি সভার , আশুলিয়া: মোঃআল আমিন
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় আশুলিয়ায়ও চার দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঔষধ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় অবস্থিত হাবিব ক্লিনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আশুলিয়া থানা উপশাখা বিসিডিএস-এর সভাপতি মো: জহিরুল ইসলাম খান লিটনের নেতৃত্বে বিভিন্ন ফার্মেসির মালিক ও কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে:

১. লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোর বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. ড্রাগ লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জটিলতা দূর করা।
৩. গ্রামে-গঞ্জে অবৈধভাবে চলা ফার্মেসিগুলো বন্ধ করে নিয়মিত অভিযান পরিচালনা করা।
৪. ঔষধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

এ সময় মো: জহিরুল ইসলাম খান লিটন বলেন, “আমরা স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ নানা প্রতিবন্ধকতা ও অনিয়মের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ফার্মেসিগুলোর সঠিক নিয়ম-নীতি অনুসরণ নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে ঔষধ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।