ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক

বার্তা কক্ষ
April 22, 2025 4:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ | ২২ এপ্রিল ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসা দালাল চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টার অভিযানে হাসপাতালের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে হাতেনাতে আটক করা হয়েছে ১৪ জন দালালকে

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪ এর একটি বিশেষ দল। হাসপাতালের ইমারজেন্সি বিভাগ, মহিলা ওয়ার্ড, আউটডোর ও পরীক্ষাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ধরা হয় এই চক্রের সদস্যদের। আটক দালালদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়, যা তারা রোগীদের ভুল পথে চালিত করতে এবং কমিশনের বিনিময়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোর কাজে ব্যবহার করতেন বলে জানায় র‌্যাব।

দালালদের হাত থেকে রক্ষা পেল সাধারণ মানুষ

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-১৪ এর একজন কর্মকর্তা জানান, “এরা দীর্ঘদিন ধরেই হাসপাতালে অবস্থান নিয়ে সাধারণ রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করছিল। জরুরি সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক শাস্তি

র‌্যাবের অভিযানের পরপরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত দালালদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। কারও কারও ৭ দিনের কারাদণ্ড, আবার কারও কারও ১৫ দিনের সাজা ঘোষণা করা হয়।

স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার অঙ্গীকার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. হাবিবুর রহমান জানান, “আমরা অনেকদিন ধরেই দালাল চক্রের তৎপরতা বন্ধে কাজ করছি। র‌্যাব ও প্রশাসনের এ অভিযান অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

সাধারণ মানুষ ও রোগীদের অভিভাবকরাও এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেন, “এভাবে নিয়মিত অভিযান হলে দালালদের হাত থেকে রেহাই মিলবে, আর চিকিৎসা সেবা হবে আরও মানবিক।”