ঢাকাFriday , 6 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আনচেলত্তির অভিষেকেও বদলালো না ব্রাজিল, মাঠে ফিরল পুরোনো হতাশা

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
দলের ডাগআউটে ছিলেন বিশ্বজয়ী কোচ কার্লো আনচেলত্তি। যে মানুষটি রিয়াল মাদ্রিদকে ঘরোয়া ও ইউরোপিয়ান ট্রফিতে সাফল্যের চূড়ায় তুলেছিলেন, তাঁর কাঁধেই ব্রাজিল ফুটবল ফেডারেশন তুলে দিয়েছিল নতুন স্বপ্ন—বর্ণিল ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা, ২০ বছরের শিরোপাহীনতা ঘোচানো।

কিন্তু বহু প্রতীক্ষার সেই আনচেলত্তি যুগের শুরুতেই যেন মিলল হতাশারই প্রতিধ্বনি। কোচ বদল হলেও বদলায়নি মাঠের চিত্র। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই মাঠে নামল সেই পুরোনো, বিবর্ণ ব্রাজিল। দর্শকের চোখে ফুটল না সাম্বার কোনো ঝলক, জ্বলে উঠলেন না নেইমারবিহীন আক্রমণভাগ, মাঝমাঠ ছিল নিষ্প্রভ, রক্ষণে দেখা গেল অসংগতি।

দরিভালের ছায়া যেন এখনো বেঁচে

আনচেলত্তির আগমনের আগে ভারপ্রাপ্ত কোচ দরিভাল জুনিয়রের অধীনে একের পর এক ব্যর্থতা দেখে অভ্যস্ত হয়ে উঠেছিল ব্রাজিলিয়ান সমর্থকেরা। তাই আনচেলত্তিকে ঘিরে আশায় বুক বেঁধেছিল সবাই। কিন্তু মাঠে যেন দরিভালের ছায়াই ঘুরে বেড়াল।
ম্যাচের শুরু থেকেই দেখা যায় গতি ও রসায়নের অভাব। পাসের ভুল, দূরদৃষ্টিহীন আক্রমণ, আর বল দখলে বারবার পিছিয়ে পড়া—সব মিলিয়ে মনে হচ্ছিল, সময় যেন থেমে আছে দরিভাল আমলের ফ্রেমেই।

আনচেলত্তির কণ্ঠে হতাশা, তবে আশাবাদও

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন,

“ফল হতাশাজনক, স্বীকার করি। তবে এটা কেবল শুরু। খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগবে। আমি ধৈর্য রাখছি, সমর্থকদেরও অনুরোধ করব ধৈর্য ধরতে।”

তিনি আরও বলেন,

“ব্রাজিলিয়ান ফুটবলে প্রতিভার অভাব নেই, তবে দলীয় সংহতি ও ভারসাম্য তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।”

নেইমারহীন ব্রাজিলে কে নায়ক?

দীর্ঘদিনের ইনজুরি আর বয়সের ভারে নেইমার এখন আর আগের মতো নিয়মিত মুখ নন। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বের ভার কে নেবে—এ প্রশ্নেই যেন হোঁচট খাচ্ছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, বা ব্রুনো গিমারায়েস কেউই এখনো সেই বড় দায়িত্বটা তুলে নিতে পারেননি।

সমর্থকদের ধৈর্য কি শেষ হয়ে আসছে?

ব্রাজিলের ফুটবলপ্রেমীরা গ্যালারিতে এসে আশায় বুক বাঁধেন, গোলের উল্লাসে কাঁপে স্টেডিয়াম। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা যা দেখছেন, তা শুধুই ধোঁয়াশা।
একজন ভক্ত বলেন,

“আনচেলত্তির মতো কোচ এলেন, তবু খেলা দেখে মন ভরে না। আমরা কি আর কখনো রোনালদিনহোর মতো ম্যাজিক দেখব?”

পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ—কোপা আমেরিকার প্রস্তুতিমূলক ম্যাচ এবং মূল আসরে সফল হওয়া। আনচেলত্তির হাতে সময় কম, কিন্তু প্রত্যাশা অনেক। ফুটবলবিশ্ব তাকিয়ে আছে—আসলে কবে ফিরবে সেই পুরোনো জাদুকরী ব্রাজিল।


বিশেষ প্রতিবেদন: