নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৮ মে ২০২৫
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যমে সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সারা দেশের মতো চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের টার্গেট করে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
বুধবার (১৫ মে) সকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে এই সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শামীম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তরুণদের রাজনীতিতে যুক্ত করাই মূল লক্ষ্য
উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে যারা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেননি—বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ছাত্র, নতুন ভোটার এবং তরুণ চাকরিপ্রার্থীরা—তাদের দলমুখী করতেই এই কর্মসূচির সূচনা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক দমন-পীড়নের পরিস্থিতি চলছে, সেখানে অনেকেই রাজনীতি থেকে দূরে ছিলেন। কিন্তু এখন নতুন প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে। আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির মূলধারায় তাদের ফিরিয়ে আনতে চাই।”
তিনি আরও জানান, “শুধু সদস্য ফর্ম পূরণ নয়, আমরা প্রতিটি নতুন সদস্যের জাতীয় পরিচয়পত্র যাচাই করে একটি ডিজিটাল সদস্য ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছি, যাতে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়।”
দুই মাসব্যাপী কর্মসূচি
প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি তাদের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প বসিয়ে সদস্য সংগ্রহ করবে।
দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে, প্রতিটি ইউনিটকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে পর্যবেক্ষণ টিম।
ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন
নতুন সদস্য সংগ্রহের জন্য বিএনপি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার কথাও জানিয়েছে। এই মাধ্যমে যেকোনো আগ্রহী নাগরিক অনলাইনে প্রাথমিক ফর্ম পূরণ করতে পারবেন এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে সদস্যপদ নিশ্চিত হবে। এতে করে দলের তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ ও আধুনিক হবে বলে মনে করছেন নেতারা।
অংশগ্রহণে তরুণদের আগ্রহ
চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ঘুরে দেখা গেছে, তরুণদের মধ্যে এ কর্মসূচি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা চাকরিপ্রত্যাশী অনেকেই সদস্য ফর্ম সংগ্রহ করতে এসেছেন।
চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থী বলেন, “রাজনীতিতে দীর্ঘদিন দূরে ছিলাম। এখন মনে হচ্ছে সময় এসেছে সক্রিয় হওয়ার। তাই বিএনপির সদস্যপদ নিতে আগ্রহী হয়েছি।”
দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা
বিএনপি মনে করছে, তরুণদের অন্তর্ভুক্তি ছাড়া আগামী দিনের রাজনীতি সফল করা যাবে না। তাই শুধুমাত্র সদস্যপদ দিয়েই থেমে থাকবে না, তাদের প্রশিক্ষণ, মতবিনিময় সভা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও হাতে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, “আমরা চাই রাজনৈতিকভাবে প্রশিক্ষিত ও সচেতন একটি তরুণ নেতৃত্ব গড়ে তুলতে। ভবিষ্যতে তারাই হবেন গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক।”