২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদে
স্পোর্টস ডেস্ক:
হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো না হলেও দিন শেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে টাইগাররা।
সোমবার দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। তবে এরপর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দেখেশুনে খেলেন। দুইজনই দিন শেষ করেন অপরাজিত থেকে।
১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। মাহমুদুল ২৮ ও মুমিনুল ১৫ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে, জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে তুলেছে ৩১২ রান, যা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২৫ রানের বেশি।
টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে আরও দায়িত্বশীল পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।