ঢাকাSaturday , 31 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Link Copied!

বজ্রপাতের আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামসহ মোট ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারি হতে পারে।”

সতর্কতা সংকেত জারি
নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ।

ঝড়ের সম্ভাব্য গতিবেগ
আবহাওয়া অফিস জানায়, কিছু এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে দিনের দ্বিতীয় ভাগে এসব অঞ্চল ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

যেসব জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে:
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, রাজবাড়ী, খুলনা ও নাটোর।

জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, “আজ দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু এবং একটি পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই ঝড়বৃষ্টি হতে পারে। কৃষি জমি, গৃহপালিত পশু, ও খোলা মাঠে অবস্থানরত মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা
ঝড়বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে পিডিবি। প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।