ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বায়ুমানে সুখবর, দুই দিন ধরে বিশুদ্ধ বাতাসের শহর ঢাকার অবস্থান উন্নত

বার্তা কক্ষ
August 10, 2025 9:52 am
Link Copied!

দীর্ঘদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের কাছাকাছি অবস্থানে থাকা রাজধানী ঢাকার বায়ুমানে এসেছে ইতিবাচক পরিবর্তন। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, টানা দুই দিন ধরে ঢাকার বায়ুমান ৫০-এ অবস্থান করছে, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক হিসেবে বিবেচিত।

রোববার (১০ আগস্ট) সকাল ৯টার রেকর্ডে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (AQI) ৫০, যা বৈশ্বিক মানদণ্ডে “বিশুদ্ধ বাতাস” হিসেবে গণ্য হয়। এ সূচকে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬তম। এর আগের দিন শনিবার একই সূচকে ঢাকার অবস্থান ছিল ৮৪তম।

এদিন দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান ১৯৬—অস্বাস্থ্যকর পর্যায়ে। শীর্ষ পাঁচে আরও রয়েছে সৌদি আরবের রিয়াদ (১৬০), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৯), উগান্ডার কাম্পালা (১৩২) এবং বাহরাইনের মানামা (১২১)।

আইকিউএয়ার জানায়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (PM2.5) দূষণের প্রধান উৎস। এসব কণা শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী—

  • AQI ০-৫০: বিশুদ্ধ বাতাস

  • ৫১-১০০: সহনীয় বাতাস

  • ১০১-১৫০: সংবেদনশীল ব্যক্তির জন্য অস্বাস্থ্যকর

  • ১৫১-২০০: সবার জন্য অস্বাস্থ্যকর

  • ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর

  • ৩০০+: বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ বাতাস

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সাম্প্রতিক এই উন্নতি আনন্দের হলেও এটি ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় বায়ুমান দ্রুত আবারও নেমে যেতে পারে।