ঢাকাThursday , 24 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উড়ন্ত ইন্টারকে বিধ্বস্ত করে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলান

বার্তা কক্ষ
April 24, 2025 10:51 am
Link Copied!

খেলা প্রতিবেদক ||
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলানের স্বপ্নভঙ্গ ঘটালো নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে ৩-০ গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে পা রেখেছে রোসোনেরিরা।

বুধবার রাতে অনুষ্ঠিত সান সিরোর উত্তাল ম্যাচে শুরু থেকেই আগ্রাসী খেলেছে এসি মিলান। ম্যাচের ৩৬তম মিনিটে জেমিনেজের নিখুঁত ক্রসে হেড করে গোলের খাতা খোলেন সার্বিয়ান ফরোয়ার্ড লুকা ইয়োভিচ। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান।

বিরতির পর মাত্র চতুর্থ মিনিটেই আবারো জ্বলে ওঠেন ইয়োভিচ। কাছ থেকে করা গোলটি ইন্টারের জন্য হয়ে দাঁড়ায় দুঃস্বপ্ন।

৮৫তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে ঢুকে বাঁ পায়ের শটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।

ইন্টার মিলান পুরো ম্যাচে চেষ্টা করেও মিলানের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। বিপরীতে, এসি মিলান নিজেদের দুর্দান্ত সমন্বিত আক্রমণ আর সুশৃঙ্খল রক্ষণের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে শুরু থেকেই।

দ্বিতীয় লেগের এ জয়ের ফলে মিলান দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের বড় ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে, যেখানে তারা মুখোমুখি হবে আরেক শক্তিশালী প্রতিপক্ষের।

এই জয়ে সমর্থকদের মাঝে ফিরে এসেছে ফাইনালের স্বপ্ন। কোচ ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।