বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন গান। চলতি মাসের শুরুতে প্রকাশিত হয়েছিল তার ‘জানি না’ শিরোনামের গান। এবার প্রকাশ পেয়েছে নতুন গান ‘তোর আদরে’। গানটিতে হাবিবের সঙ্গে চতুর্থবারের মতো কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা।
হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ আন্তর্জাতিক সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানটি।
নতুন গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, “হাবিব ভাইয়ের সঙ্গে ‘তোর আদরে’ গানটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। তার সঙ্গে গাওয়া আগের গানগুলো যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছে, আশা করছি নতুন গানটিও তেমনি ভালোবাসায় সিক্ত হবে।”
হাবিব-আনিসা জুটির প্রথম গান ছিল ২০২৩ সালে প্রকাশিত ‘হোক বাড়াবাড়ি’, যার কথা লিখেছিলেন মারুশা, সুর ও সংগীতায়োজন করেছিলেন হাবিব নিজেই। এরপর ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের আরও দুটি জনপ্রিয় গান প্রকাশ পায় তাদের কণ্ঠে।
উল্লেখ্য, হাবিব ওয়াহিদ প্রায় প্রতি মাসেই একাধিক নতুন গান প্রকাশ করছেন। গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল তার ‘দিলানা’ শিরোনামের গান। এর আগে জুন মাসে প্রচারিত নাটক ‘হৃদয়ের কথা’–তে তার গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
📰 সূত্র: দৈনিক আশুলিয়া

