দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক | খুলনা | বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে আগামী শুক্রবার (৭ নভেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব ২০২৫।
“বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধন” শিরোনামে আয়োজিত এ উৎসবে দেশজুড়ে তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা ও ইতিবাচক বিতর্কচর্চা বিস্তারের লক্ষ্য সামনে রেখে আয়োজন করা হয়েছে।
উৎসবের সঙ্গে আরও থাকছে খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।
পরিবেশ ও যুক্তির সমন্বয়ে তরুণদের উৎসব
উদ্যোক্তাদের মতে, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ সংরক্ষণের বিষয়কে সামনে রেখে আয়োজিত এ উৎসব তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্ব ও যুক্তিবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী এতে অংশ নেবেন।
তারা আশা করছেন, এই আয়োজন তরুণদের যুক্তিনির্ভর মতপ্রকাশ, সমালোচনামূলক চিন্তা ও নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করবে।
আয়োজনে নেতৃত্ব ও অতিথিবৃন্দ
বিতর্ক উৎসবের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী।
জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ পুরো আয়োজন তদারকি করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি চেয়ারম্যান এ. কে. এম. শোয়েব।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েটের উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী।
বিতর্কের মাধ্যমে সচেতন সমাজ গঠন
আয়োজকরা জানান, “বিতর্ক উৎসব শুধু প্রতিযোগিতা নয়, এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চিন্তা, যুক্তি ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।”
তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও যুক্তিপূর্ণ সমাজ নির্মাণের চেতনা জোরদার হবে।
📰 দৈনিক আশুলিয়া
“সত্যের পথে, জনগণের পাশে”

