হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মধ্যপাড়া গোরস্তানের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ইং) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় অজ্ঞাত স্থানে হত্যা করে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর লাশটি ফেলে রাখা হয়।
জমির মালিক সিরাজুল ইসলাম বলেন, “দুপুরে স্থানীয় কয়েকজন আমাকে জানায়, আমার জমির পাশে জঙ্গলে এক মহিলার লাশ পড়ে আছে। পরে আমি পুলিশে খবর দেই।”
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
আশুলিয়া থানার এসআই শাহ জালাল বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

