ঢাকাMonday , 10 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেকারত্ব দূরীকরণে নোয়াখালীতে মতবিনিময় সভা: আত্মকর্মসংস্থানে জোর

দৈনিক আশুলিয়া
November 10, 2025 12:41 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
তারিখ: সোমবার, ১০ নভেম্বর ২০

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী:
বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন। তিনি বলেন, “সরকারের পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমাদের প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আবাসন, সুপারশপ ও কৃষিভিত্তিক (এগ্রো) প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।”

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।


প্রকল্পভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আবাসন, কৃষি, ও খুচরা বিপণন খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শত শত কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, নোয়াখালীতে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একাধিক নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শত শত বেকার তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবেন।


উপস্থিতি ও কার্যক্রম

সেমিনারে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র পরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন, নোয়াখালীর সন্তান মো. হাসান ফারুক, পরিচালক মো. আবদুল মোতালেব, রাহিমা আক্তার, ফয়েজ আহম্মেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

সেমিনার শেষে কর্মকর্তারা নোয়াখালীতে প্রস্তাবিত বিভিন্ন সুপারশপ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


সূত্র: অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রতিনিধি ও আয়োজক প্রতিষ্ঠান
প্রকাশনা: দৈনিক আশুলিয়া, অর্থনীতি ডেস্ক