ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শততম টেস্টে শতক—ইতিহাসে মুশফিকুর রহিম, বিরল তালিকায় বাংলাদেশের প্রথম ক্রিকেটার

দৈনিক আশুলিয়া
November 20, 2025 10:20 am
Link Copied!

দৈনিক আশুলিয়া | খেলা বিভাগ

টেস্ট ক্রিকেটে নিজের শততম ম্যাচে শতক হাঁকানো যেকোনো ব্যাটারের জন্যই এক অনন্য সম্মান। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১১ জন ব্যাটার এই মহামূল্যবান কীর্তি গড়তে পেরেছেন। সেই বিরল তালিকায় যুক্ত হলো বাংলাদেশের মুশফিকুর রহিমের নাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে মাঠে নামেন মুশফিক। প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থেকে মাত্র এক রানের আক্ষেপে দিন শেষ করেন তিনি। আজ নতুন দিনের শুরুতে প্রথম ওভারে রান না পেলেও দ্বিতীয় ওভারে জর্ডান নিলের করা তৃতীয় বলে এক রান নিয়ে পৌঁছে যান স্বপ্নের তিন অঙ্কে।

শততম টেস্টে শতক হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা দিনে নতুন ইতিহাস লিখলেন মুশফিক। তার এই অর্জনে উচ্ছ্বসিত দেশের ক্রিকেটপ্রেমীরাও।

শুধু মুশফিক নন, এর আগে আরও ১০ জন ক্রিকেটার নিজেদের শততম টেস্টে শতক করে তৈরি করেছেন দুর্লভ ইতিহাস। প্রথম এমন কীর্তি গড়েন ইংল্যান্ডের কলিন কাউড্রে ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে (১০৪)। এরপর জাভেদ মিয়াঁদাদ (১৪৫), গর্ডন গ্রিনিজ (১৪৯), অ্যালেক স্টুয়ার্ট (১০৫), ইনজামাম-উল-হক (১৮৪) একে একে যোগ দেন এই মর্যাদাপূর্ণ ক্লাবে।

২০০৬ সালে অনন্য নজির গড়েন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। শততম টেস্টে দুই ইনিংসেই শতক করে (১২০ ও ১৪৩*) নিজের নাম লেখান বিশেষ এক রেকর্ডে। এরপর দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১৩১) ও হাশিম আমলা (১৩৪) যোগ করেন স্মরণীয় অধ্যায়।

সাম্প্রতিক সময়ে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির মতো দুর্লভ কীর্তি গড়েছেন ইংল্যান্ডের জো রুট (২১৮) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০০)।

এই বিরল তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে এলেন মুশফিকুর রহিম। তার শতক শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গর্বের মুহূর্ত। তরুণ ক্রিকেটারদের জন্য তার এই অধ্যবসায় ও দৃঢ়তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বহু বছর।

—দৈনিক আশুলিয়া