দৈনিক আশুলিয়া
তারিখ: ২২ নভেম্বর ২০২৫
কাতার, দোহা: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হয়ে নাটকীয় জয় তুলে নিল ব্রাজিল। শুক্রবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিল ২–১ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
ম্যাচের নায়ক ছিলেন ওয়েন্ডেসন সান্তোস ডেল। তিনি দুই গোলের মাধ্যমে সেলেসাওদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন। ম্যাচের ১২ মিনিটেই দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে এগিয়ে দেন ডেল। প্রথমার্ধের শেষ মুহূর্তে মরক্কো পেনাল্টি থেকে সমতা ফেরায়, জিয়াদ বাহার স্পট কিক থেকে গোল করে দলকে ১–১ সমতায় নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হলেও নির্ধারিত সময়ে কেউ গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে ডেলের দুর্দান্ত গোলে ব্রাজিল এগিয়ে যায় এবং ভিএআর চেকের পর গোল নিশ্চিত হলে সেলেসাওদের উৎসব শুরু হয়।
এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া জাপানকে ১–০, ইতালি বুরকিনা ফাসোকে ১–০ এবং পর্তুগাল সুইজারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে।
আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে প্রথম সেমিফাইনাল এবং রাত ১০টায় ব্রাজিল ও পর্তুগালের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের ম্যাচও হবে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।

