দৈনিক আশুলিয়া
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে নিজেদের ম্যাচে দারুণ জয় পেয়েছে দুই ইউরোপীয় পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। দুই দলই ২–০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
সার্বিয়ার বিপক্ষে দাপুটে ইংল্যান্ড
সার্বিয়ার মাঠে শুরু থেকেই দাপট দেখায় থ্রি লায়ন্সরা। ম্যাচের ২৮ মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত গোল ইংল্যান্ডকে এগিয়ে নেয়। পুরো ম্যাচজুড়ে চাপ ধরে রেখে আক্রমণ চালাতে থাকে অতিথিরা।
শেষ দিকে ৯০ মিনিটে এবেরেচি এজের গোল ব্যবধান দ্বিগুণ করে। ফলে ২–০ গোলের জয় নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে ইংল্যান্ড।
শেষ মুহূর্তে জোড়া গোল, বাঁচলো ইতালি
মলদোভার বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পাচ্ছিল না ইতালি। আক্রমণে আক্রমণ সাজালেও মলদোভার গোলকিপার ও ডিফেন্স বারবার প্রতিহত করে ফিরিয়ে দেন।
শেষ মুহূর্তে এসে ভাগ্য খুলে যায় আজ্জুরিদের। ম্যাচের ৮৮ মিনিটে জিয়ানলুকা মানচিনির গোল জালে জড়ায়। এরপর ইনজুরি টাইমে ফ্রান্সিসকো এসপসেতোর গোল জয় নিশ্চিত করে।
গ্রুপ অবস্থান
-
ইংল্যান্ড: ৭ ম্যাচে ৭ জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে।
-
ইতালি: ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ‘আই’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে।
বাছাইপর্বে দুই দলেরই ধারাবাহিকতা নজর কেড়েছে। শীর্ষে থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এগিয়ে আছে ইংল্যান্ড, আর ইতালিও শক্তিশালী অবস্থানে রয়েছে।
— দৈনিক আশুলিয়া

