দৈনিক আশুলিয়া
খেলা ডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একতরফা দাপট দেখিয়ে ইনিংস জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই ম্যাথু হাম্প্রেসকে (১৬) ফিরিয়ে দিন শুরু করেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আইরিশদের বিপর্যয় গভীর করেন টাইগার বোলাররা।
দলীয় ১৯৮ রানে ৮ উইকেট হারানো আয়ারল্যান্ড ইনিংস পরাজয়ের মুখে দাঁড়িয়ে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ২০৪ রান, এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ৯৭ রানে। ফলে টাইগারদের ইনিংস ব্যবধানে জয় এখন সময়ের অপেক্ষা মাত্র।
প্রথম ইনিংসে ৩০১ রানের লিড, তৃতীয় দিনেই চাপ বাড়ায় বাংলাদেশ
এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্সে ৩০১ রানের বিশাল লিড নেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬। দ্বিতীয় ইনিংসেও শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা।
নাহিদ রানা প্রথম আঘাত হানেন চাদ কারমাইকেলকে (৫) বোল্ড করে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন পল স্টার্লিংকে। কিন্তু তার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর সরাসরি থ্রোতে দুর্দান্ত রানআউটে।
বাংলাদেশি স্পিনে নাজেহাল আইরিশরা
তাইজুল ইসলামের করা নিখুঁত ডেলিভারিতে এলবিডব্লিউ হন হ্যারি টেক্টর (১৮)। অন্যদিকে হাসান মুরাদের ঘূর্ণিতে বিপদ আরও বাড়ে আয়ারল্যান্ডের। কভার অঞ্চলে সাদমান ইসলামের অসাধারণ ক্যাচে কুর্তিস ক্যাম্ফার (৫) ফিরে যান। ঝাঁপিয়ে পড়ে বাজপাখির মতো বল তালুবন্দি করেন সাদমান।
আরেকটি সফল রিভিউ এনে লরকান টাকারকে (৯) ফেরান হাসান মুরাদ। আম্পায়ারের নট আউট সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় বল লেগ স্টাম্পে আঘাত করতো দেখা গেলে। এতে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে আইরিশ ইনিংস।
জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা
দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে পিছিয়ে থেকে শেষ দুই উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে অলআউট করা এখন বাংলাদেশের হাতে সময়ের ব্যাপার মাত্র। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই টাইগারদের দখলে, এবং ইনিংস ব্যবধানে জয়ের দুয়ারে দাঁড়িয়ে মুশফিক-শান্তরা।
— দৈনিক আশুলিয়া | খেলা বিভাগ

