ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, হতাশা প্রকাশ সজীব ভূঁইয়ার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে প্রকাশ্য জনসভায় বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে আমি খুবই হতাশ। ভাই তো চাইলেই পারতেন, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয় বলে এড়িয়ে যেতে। কিন্তু তিনি তা করেননি। তিনি সামনে থেকে পরিস্থিতি মোকাবেলা করেছেন।”

সজীব ভূঁইয়া আরও বলেন, “এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত একজন দায়িত্বশীল ব্যক্তিকে এভাবে আক্রমণ করা শুধুমাত্র ব্যক্তির নয়, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে।”

এদিকে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক সংলাপে যোগ দিতে গিয়ে মাহফুজ আলম দর্শকসারিতে বসা একজন অংশগ্রহণকারীর ছোড়া বোতলের শিকার হন। যদিও এতে তিনি গুরুতর আহত হননি, তবে নিরাপত্তা ও শালীনতা প্রশ্নে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে।