ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিন দফা দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচি, রাস্তায় দিন-রাত পার করছেন জবি শিক্ষার্থীরা

বার্তা কক্ষ
May 15, 2025 12:59 pm
Link Copied!

প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
ঢাকা, ১৫ মে:
তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। দাবিগুলো বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলনে অংশ নিয়ে কেউ খালি গায়ে গরম রাস্তায় শুয়ে পড়েছেন, কেউবা জামাকাপড় বিছিয়ে সড়কের মাঝেই বিশ্রাম নিচ্ছেন। কেউ গাছের পাতা আর ডালপালা ব্যবহার করে তৈরি করেছেন অস্থায়ী আশ্রয়। ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন সহপাঠীর কাঁধে। কেউ আবার বসে গল্পে মেতে আছেন—সব মিলিয়ে আন্দোলনের এক মানবিক চিত্র ফুটে উঠেছে কাকরাইল মোড়ে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবহন সুবিধা বৃদ্ধি,
২. আবাসন সংকট নিরসনে হল নির্মাণের দ্রুত উদ্যোগ,
৩. শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের টালবাহানায় তারা হতাশ। বাধ্য হয়েই শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

জবি শিক্ষার্থী রাব্বি হোসেন বলেন, ‘আমরা তো আর বাসা থেকে বিছানা নিয়ে আসতে পারিনি। শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু আন্দোলন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, ‘তিনটি যৌক্তিক দাবি নিয়েই আমরা বসে আছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

অন্যদিকে কাকরাইল এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করায় পুলিশ এখনো হস্তক্ষেপ করেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দাবি আদায়ে শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। তারা আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনায় নেবে এবং বাস্তবায়নের ঘোষণা দেবে।