নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৫ মে ২০২৫
গত ১৪ মে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ১৫ মে দিনটিকে “কালো দিবস” হিসেবে ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ উদদীন বলেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এই দিনটিকে আমরা কালো দিবস হিসেবে স্মরণ করব এবং প্রতিবাদের ভাষায় কার্যক্রম চালিয়ে যাব।”
ঘোষণায় তিনি আরও জানান, আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়া জুমার নামাজের পর শুরু হবে শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, যা চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় চত্বরে ইতোমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিভিন্ন সংগঠন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকেও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ১৪ মে দুপুরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও শিক্ষক সমিতি এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।