নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরোদ দাস ওই গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে নিরোদ দাস ও তার স্ত্রী বাড়ির পাশে হাওরের খোলা জায়গায় ধান শুকাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে আকাশ কালো হয়ে আসে এবং শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। বজ্রপাতের একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান নিরোদ দাস। তার স্ত্রী গুরুতর আহত হলেও আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে লোক পাঠানো হয়। নিহত কৃষকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হাওরাঞ্চলে বজ্রপাত এখন এক ভয়াবহ ঝুঁকি হয়ে উঠেছে। মাঠে কাজ করার সময় কৃষকদের আরও সতর্ক থাকতে হবে বলে তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, মে মাসে বজ্রপাতের ঘটনা বাড়ে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে খোলা জায়গায় কাজ করার সময় বজ্রপাত থেকে সাবধান থাকা জরুরি। বজ্রপাতের সময় গাছের নিচে কিংবা উঁচু স্থানে না থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।