দৈনিক আশুলিয়া
তারিখ: ১১ জানুয়ারি ২০২৬ | ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)।
র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি যানবাহন তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ছয়টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে র্যাবের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
—
স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া

