ঢাকাTuesday , 13 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রকাশ্যে মাদক ও অ্যালকোহল সেবনে এক মাসের কারাদণ্ড

Link Copied!

দৈনিক আশুলিয়া
তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ | পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে মাদকদ্রব্য ও অ্যালকোহল সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে মোরশেদ আলী পাপ্পু (৩৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (রাত সাড়ে ১০টা) কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতুলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

অভিযানে সহযোগিতা করে **কলাপাড়া থানা**র একটি চৌকস পুলিশ টিম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, জনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় অপরাধ ও মাদক সেবন কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।


স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া