গেজেট প্রকাশের ২০ দিন পেরোলেও শপথ নয়, ক্ষোভে ফুঁসছেন নির্বাচিত মেয়র
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে মেয়র হিসেবে আদালতের রায়ে জয়ী ঘোষিত ইশরাক হোসেন বলেছেন, তাঁর মেয়রত্বের বিষয়ে আদালতের রায় নিয়ে কেউ সমালোচনা করলে তা আদালত অবমাননার শামিল হবে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলাটি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা শেখ ফজলে নূর তাপস প্রভাব খাটিয়ে মামলা থামানোর চেষ্টা করেছিলেন। তৎকালীন আদালত আওয়ামী লীগের প্রভাবাধীন থাকায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। তবে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা জয়লাভ করেছি। এখন যারা এই রায় নিয়ে প্রশ্ন তুলছেন, তারা সরাসরি আদালত অবমাননা করছেন।”
তিনি আরও বলেন, “গেজেট প্রকাশিত হওয়ার পর ২০ দিন কেটে গেছে, কিন্তু এখনো আমাকে শপথ নিতে দেওয়া হয়নি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা যথাযথভাবে নির্বাচন করেছি, মামলা জিতেছি, গেজেট হয়েছে—তবু শপথ থেকে বিরত রাখা হচ্ছে। এ ধরনের আচরণ জনগণের রায়ের অবমাননা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, শপথ অনুষ্ঠানে বিলম্ব একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তাঁরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দল প্রতিযোগিতার ভিত্তিতে নয়, প্রশাসনিক প্রভাব খাটিয়ে সিটি করপোরেশন পরিচালনা করতে চায়।
ইশরাক হোসেন বলেন, “আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত। আইনি এবং সাংবিধানিকভাবে আমাদের কোনো বাধা নেই। তাই দ্রুত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় আইনগত ও রাজনৈতিক কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো।”