স্পোর্টস ডেস্ক | ২২ এপ্রিল ২০২৫
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি হিসেবে বিবেচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০২৫ সংস্করণ প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় পেস তারকা জাসপ্রীত বুমরাহ এবং নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান।
উইজডেন প্রতি বছর পাঁচজন বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে থাকে, যাঁরা ইংল্যান্ডের মাটিতে অসাধারণ পারফরম্যান্স করেন। তবে বছরের সেরা পুরুষ ও নারী ক্রিকেটার এবং টি-টোয়েন্টি সংস্করণে বর্ষসেরা নির্বাচন করা হয় আন্তর্জাতিক পারফরম্যান্স বিবেচনায়।
ভারতীয় পেসার বুমরাহ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপেও রেখেছেন উল্লেখযোগ্য প্রভাব। অন্যদিকে, স্মৃতি মান্ধানা নারী ক্রিকেটে ধারাবাহিকভাবে ভারতের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান তার বিধ্বংসী ব্যাটিংয়ে বছরের পর বছর আলো ছড়িয়েই চলেছেন। সাম্প্রতিক আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের।
উল্লেখ্য, উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাককে ক্রিকেটের “বাইবেল” বলা হয়ে থাকে। এর তালিকায় নাম ওঠা প্রতিটি ক্রিকেটারের জন্যই এটি গর্বের বিষয়।