নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লাকি আক্তার (২৬)। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। লাকির স্বামী কসাই শিপন (৪০) ফতুল্লা বাজার এলাকায় কাজ করেন। বিয়ের পর থেকে তারা ফতুল্লার রেলস্টেশন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, প্রেমের সম্পর্কের পর লাকি ও শিপন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে। ঘটনার রাতে শিপন পরিবারের সদস্যদের ফোন করে জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে স্বজনরা বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো। বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করলে লাকির মুখ ও গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। চাদর দিয়ে অর্ধেক শরীর ঢাকা অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।