হেলাল শেখ: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় নানা আয়োজনের মধ্যে ব্যতিক্রমধর্মী এক গভীর রাতের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ৮টায় ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় ক্রিকেট টুর্নামেন্ট (২০২৫–২০২৬) এর আওতায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর বি নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত খেলাটি গভীর রাত পর্যন্ত চলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আমজাদ হোসেন মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ৮ বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়, এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ পাভেল আহমেদ, আবুল কালাম আজাদ, সাগর আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১২ ওভারের এই টিকেট ম্যাচে মুখোমুখি হয় জামগড়া ভাইকিংস ও খেলাঘর ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে খেলাঘর ক্রিকেট একাডেমি সংগ্রহ করে ১০৯ রান। জবাবে জামগড়া ভাইকিংস ৮৫ রান করতে সক্ষম হয়। ফলে খেলাঘর ক্রিকেট একাডেমি ম্যাচ জয়লাভ করে। ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশিকুর রহমান। রাত ১টা পর্যন্ত চলা এই ব্যতিক্রমধর্মী ক্রিকেট ম্যাচ উপভোগ করতে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার ফাঁকে ফাঁকে ডিজে বক্সে গান বাজানো হয়।

