ক্রীড়া ডেস্ক
চলতি বছরের সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা সব দলের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার (২২ ডিসেম্বর) ২০২৫ সালের শেষ র্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।
র্যাঙ্কিংয়ে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে স্পেন। খুব অল্প ব্যবধানে তাদের পেছনে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের পয়েন্ট ১৮৭৩.৩৩, যা স্পেনের চেয়ে মাত্র চার পয়েন্টের সামান্য কম।
তিন নম্বরে অবস্থান করছে ফ্রান্স। ফরাসিদের সংগ্রহ ১৮৭০ পয়েন্ট। শীর্ষ তিন দলের পর পয়েন্ট ব্যবধানে অনেকটাই পিছিয়ে রয়েছে বাকি দলগুলো।
শীর্ষ দশের বাকি সাতটি দল যথাক্রমে—ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। এই দশ দলের মধ্যেই কোনো অবস্থান পরিবর্তন হয়নি এবারের র্যাঙ্কিংয়ে।
এদিকে বাংলাদেশের অবস্থানেও আসেনি কোনো পরিবর্তন। ৯১১.১ পয়েন্ট নিয়ে ১৮০ নম্বরেই রয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় লাল-সবুজের অবস্থান স্থির রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে বেশিরভাগ দলই লম্বা বিরতিতে থাকলেও সোমবার থেকে শুরু হয়েছে আফ্রিকান নেশন্স কাপ। এই প্রতিযোগিতা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিনই প্রকাশিত হবে পরবর্তী ফিফা র্যাঙ্কিং।
ফুটবল বিশ্লেষকদের মতে, আফ্রিকান নেশন্স কাপে অংশ নেওয়া দলগুলোর পারফরম্যান্সই পরবর্তী র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারে।