ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে এসআইকে মারধরের ঘটনায় দুইজন গ্রেফতার

Link Copied!

স্টাফ রিপোর্টার
রাজবাড়ী, ১৯ মে

রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন—রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেন ও মোসলেম মোল্লা।

এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি হত্যা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুরের সময় এসআই সাব্বির হোসেন বাধা দিতে গেলে হামলার শিকার হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চালানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, “পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।