ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

Link Copied!

স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৮ মে

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে দলটির ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গুলিস্তানে হঠাৎ ঝটিকা মিছিল বের করেন কিছু আওয়ামী লীগ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও জনশৃঙ্খলা নিয়ে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঝটিকা মিছিল ও হঠাৎ জনসমাগম ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।