নয়াদিল্লি থেকে সংবাদদাতা ||
ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। বুধবার রাতে একযোগে পাঁচটি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ইসলামাবাদকে কড়া বার্তা দিতে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর কাছে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
সরকারি সূত্রে জানা গেছে, হামলার পেছনে পাকিস্তান-প্রশাসিত এলাকা থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ তুলেছে ভারত। এরই প্রেক্ষিতে ভারত পাঁচটি উল্লেখযোগ্য কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়, যার মধ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, কূটনৈতিক পর্যায়ে চাপ বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীকে বিশেষ অভিযান চালানোর নির্দেশনা, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক প্রচার এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অন্যতম।
ভারত সরকারের এক মুখপাত্র বলেন, “কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে চালানো এ ধরনের কাপুরুষোচিত হামলা কখনোই মেনে নেওয়া হবে না। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে।”
এদিকে, হামলার পর পাহেলগাঁও ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং চলছে চিরুনি অভিযান।