সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন
নিজস্ব প্রতিবেদক ● দৈনিক আশুলিয়া
হজপালন শেষে সৌদি আরব থেকে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন এবং বাকি ১৪ হাজার ৩৮১ জন এসেছেন বিভিন্ন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করেছে এবং বিমানবন্দরে হাজিদের গ্রহণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হজ অফিসের কর্মকর্তারা হাজিদের সেবায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাসসহ কয়েকটি এয়ারলাইন্স হজফেরত যাত্রী পরিবহন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হজফেরত বাকি হাজিরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এ বছর বাংলাদেশের ৮৩ হাজার ৩১১ জন মুসলমান পবিত্র হজ পালনে সৌদি আরব গমন করেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৯২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯১৯ জন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের প্রত্যাবর্তন কার্যক্রম নির্বিঘ্ন করতে বিমানবন্দর, হজ ক্যাম্প ও সংশ্লিষ্ট দফতরসমূহ সমন্বিতভাবে কাজ করছে। হজযাত্রীদের জন্য আলাদা লাউঞ্জ, দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ সহায়তা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।
🖊 প্রতিবেদক: মাহমুদুল হাসান | ধর্ম ও সমাজ বিভাগ
📍সম্পাদনা: বার্তা সম্পাদক, দৈনিক আশুলিয়া