ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করলে যেকোনো ঘাঁটিতে হামলা: হুমকি তেহরানের

বার্তা কক্ষ
June 14, 2025 11:25 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
শনিবার, ১৪ জুন ২০২৫ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলকে রক্ষার প্রয়াস চালালে সেই দেশের সামরিক ঘাঁটিকেই পরবর্তী লক্ষ্যবস্তু বানানো হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর সঙ্গে আলাপে শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইরান এই দখলদার শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার রাখে।’

ইরানের ওই কর্মকর্তা সতর্কবার্তায় বলেন, ‘যদি কোনো দেশ ইসরায়েলি শাসনকে আমাদের প্রতিক্রিয়া থেকে রক্ষার চেষ্টা করে, তাহলে সে দেশের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও অবস্থানগুলো আমাদের পরবর্তী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার পারদ যেভাবে চড়ছে, তাতে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা অস্বীকার করা যাচ্ছে না।

ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র এবং ‘দখলদার শাসন’ বলে আখ্যা দিয়ে আসছে। চলমান হামাস-ইসরায়েল সংঘাতেও ইরান বিভিন্ন সময়ে সরাসরি ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তেহরানের এই হুমকিকে ঘিরে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা সামরিক জোটগুলো। কারণ, তারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে, যা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের মন্তব্য কেবল উত্তেজনা বাড়াবে এবং সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলবে। এখন বিশ্ব কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।


আরও পড়ুন:
👉 মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত?
👉 ইসরায়েলের পাল্টা জবাব কী হতে পারে?
👉 জাতিসংঘ কী ভূমিকা নিতে পারে?


📍 প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া
📞 যোগাযোগ: desk@dailyaashulia.com
🌐 www.dailyaashulia.com