ঢাকাSaturday , 26 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

বার্তা কক্ষ
April 26, 2025 3:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫

পবিত্র হজ ফ্লাইট আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হাজি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ক্যাম্প থেকে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী সৌদি আরবে গমন করবেন।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন, ভিসা, আবাসন এবং যাতায়াতের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিরাপদ ও নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।