ডেস্ক রিপোর্ট
ইসলামাবাদ, ৩০ এপ্রিল:
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার রাতে এক জরুরি ব্রিফিংয়ে জানান, ভারতের পক্ষ থেকে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালানো হতে পারে— এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ তাদের হাতে এসেছে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আতাউল্লাহ তারার বলেন, “কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার অজুহাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ভারত যুদ্ধাবস্থা তৈরি করতে চাইছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী।”
এর আগে মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের সরকার কাশ্মীরের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও চরমে উঠতে পারে।
এদিকে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও উদ্বেগের জন্ম দিতে পারে। পাকিস্তান সরকারের তরফ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।