ঢাকা (নিজস্ব প্রতিবেদক)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে। আগামী ৭ জুন ঈদুল আজহা ধরে ঈদযাত্রার প্রস্তুতি অনুযায়ী আজ শনিবার (২৫ মে) বিক্রি শুরু হচ্ছে ঈদপূর্ব চতুর্থ দিনের—৩ জুনের ট্রেনের টিকিট।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে
বাংলাদেশ রেলওয়ের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে, উত্তরবঙ্গগামী বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন—যেমন একতা, রংপুর, নীলসাগর, ধূমকেতু এক্সপ্রেস ইত্যাদির আসনের টিকিট আজ সকাল থেকেই ঘরমুখো মানুষ অনলাইনে সংগ্রহ করছেন।
পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে
অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর (যেমন চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াগামী) আসনের টিকিট অনলাইনে পাওয়া যাবে আজ দুপুর ২টা থেকে।
টিকিট সংগ্রহের নিয়ম
টিকিট সংগ্রহের জন্য যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) এবং “রেলসেবা” মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রতিটি এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
কর্তৃপক্ষের বক্তব্য
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুল আহসান জানান, “অনলাইনে শতভাগ টিকিট বিক্রির ফলে অবৈধ দালাল চক্র রোধ হবে এবং যাত্রীরা ঘরে বসেই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন।” তিনি আরও বলেন, “টিকিট বিক্রির সার্ভার মনিটরিং করা হচ্ছে। যে কোনো সমস্যায় যাত্রীরা হেল্পলাইন ও অ্যাপে রিপোর্ট করতে পারবেন।”
যাত্রীদের প্রতিক্রিয়া
সকালে ওয়েবসাইটে ঢুকে টিকিট সংগ্রহের অভিজ্ঞতা জানিয়ে উত্তরা থেকে বাসিন্দা মো. জসিম বলেন, “সকাল ৮টায় লগইন করেই রংপুর এক্সপ্রেসের টিকিট পাই। আগে যেমন লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হতো, এখন সেটা নেই।” তবে কেউ কেউ সার্ভারে ধীরগতির অভিযোগও তুলেছেন।
ঈদযাত্রার টিকিট বিক্রির সময়সূচি (২০২৫)
তারিখ | যাত্রার তারিখ |
---|---|
২২ মে | ১ জুনের টিকিট |
২৩ মে | ২ জুনের টিকিট |
২৪ মে | ৩ জুনের টিকিট |
২৫ মে | ৪ জুনের টিকিট |
২৬ মে | ৫ জুনের টিকিট |
২৭ মে | ৬ জুনের টিকিট |
রেলওয়ের প্রস্তুতি
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বাড়তি কোচ সংযোজন, স্পেশাল ঈদ ট্রেন চালু এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। স্টেশনে ভ্রাম্যমাণ টিম, সিসিটিভি নজরদারি এবং রেল পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংক্ষেপে:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ ৩ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে শতভাগ অনলাইন প্ল্যাটফর্মে। যাত্রীরা যেন সহজে ও নিরাপদে টিকিট সংগ্রহ করতে পারেন, সেজন্য নেয়া হয়েছে একাধিক পদক্ষেপ।