ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের নতুন রুটে ঢুকছে গরু,

Link Copied!

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ মে ২০২৫

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশের সীমান্ত এলাকায় চোরাই গরু প্রবেশের নতুন রুট চিহ্নিত হয়েছে। উত্তরাঞ্চলের পুরাতন প্রবেশপথগুলোতে গরু আসা কমে গেলেও, বাড়ছে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরুর অনুপ্রবেশ। একইসঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান ও কক্সবাজার সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে মিয়ানমার থেকে আসা বার্মিজ গরু।

সংশ্লিষ্ট সীমান্ত জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, রাতের আঁধারে সীমান্তের কাঁটাতার অতিক্রম করে দেশে ঢুকছে এসব গরু। এরপর নির্দিষ্ট হাট-বাজারে মোটা অংকের অর্থের বিনিময়ে চোরাই গরু বৈধ কাগজে পরিণত হচ্ছে।

পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সীমান্ত দিয়ে গত কয়েক বছরে যে পরিমাণ গরু প্রবেশ করত, এবার তা আশঙ্কাজনক হারে কমেছে বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, সীমান্তে নজরদারি বাড়ায় ঐসব রুটে গরু আনতে ঝুঁকি বেড়েছে। ফলে পাচারকারীরা মুখ ফিরিয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকেই।

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত পয়েন্টে বেড়েছে গরু পারাপারের তৎপরতা। একইভাবে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রবেশ করছে মিয়ানমারের বার্মিজ জাতের গরু। এসব গরু স্বল্প মূল্যে পাচারকারীদের মাধ্যমে দেশে এনে বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে চড়া দামে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সীমান্ত হাটের ইজারাদার জানান, “যতক্ষণ না প্রশাসনের নজর পড়ে, ততক্ষণ এসব গরু নির্দ্বিধায় বাজারে ঢুকছে। পরে কাগজপত্র ঠিক করে ফেলা হয়। এতে ব্যবসায়ী, দালাল ও কিছু অসাধু কর্মকর্তা লাভবান হচ্ছেন।”

এদিকে সীমান্ত রক্ষী বাহিনী বলছে, তারা নিয়মিত টহল দিচ্ছেন এবং চোরাচালান রোধে তৎপর। তবে সীমান্তের দৈর্ঘ্য বেশি হওয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণ কঠিন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে চোরাই পথে পশু প্রবেশ ও তা বৈধ হওয়া দেশের অভ্যন্তরীণ পশু খামার শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।