ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Link Copied!

স্টাফ রিপোর্টার, ঢাকা | সোমবার, ২৬ মে ২০২৫

ঢাকা: সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশ একটি বহুধর্মীয় সমাজ, যেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের সহাবস্থান রয়েছে। এ সহাবস্থানকে আরও সুদৃঢ় করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।”

আজ সোমবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান স্টিফেন শ্নেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে উভয়পক্ষ ধর্মীয় সহনশীলতা, আন্তঃধর্মীয় সংলাপ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বিশ্বাস করি, ধর্মীয় স্বাধীনতা মানবাধিকারের অন্যতম মূল ভিত্তি। তাই এ বিষয়ে সরকার সব সময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, দেশের সংবিধানেই ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। এর বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন এবং নাগরিক সমাজকে সম্পৃক্ত করে একটি সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে ইউএসসিআইআরএফ চেয়ারম্যান বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতার পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশে ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতির যে সংস্কৃতি বজায় রয়েছে, তা বিশ্বের জন্য একটি ইতিবাচক উদাহরণ।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, ইউএসসিআইআরএফ একটি স্বাধীন মার্কিন ফেডারেল সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ ও প্রচারের লক্ষ্যে কাজ করে থাকে।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও ইউএসসিআইআরএফ চেয়ারম্যান একে অপরকে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।