নিরাপত্তা পরিকল্পনায় বাড়তি নজর ঘরমুখো মানুষ ও কোরবানির হাট ঘিরে
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নগরবাসীর জান-মাল রক্ষায় এবং কোরবানির পশুর হাট, বিপণিবিতান, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিএমপির কমিশনার মো. হাবিবুর রহমান মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, “ঈদ সামনে রেখে নাগরিকদের যাতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকে, সে লক্ষ্যে আমরা বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন করেছি। কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল, ব্যাংক, এটিএম বুথসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি ও মোবাইল পেট্রল টিম মোতায়েন থাকবে।”
বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা
ঈদে রাজধানী ছাড়তে চাওয়া নগরবাসীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনার বলেন, “যাঁরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাবেন, তাঁদের আমরা নিজ নিজ থানায় বাসার তথ্য দিয়ে যাওয়ার অনুরোধ করছি। এতে পুলিশ ওইসব বাসার প্রতি বিশেষ নজরদারি রাখতে পারবে।”
ডিএমপি জানিয়েছে, প্রতিটি থানা পর্যায়ে ‘নগরবাসীর বাড়ি নিরাপদ রাখুন’ নামক বিশেষ কর্মসূচি চালু থাকবে। এছাড়া বিভিন্ন আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবী নিরাপত্তা টিম ও স্থানীয় বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোরবানির পশুর হাটে কঠোর নজরদারি
রাজধানীর অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবে। হাট এলাকায় অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানান ডিএমপি কমিশনার।
অনলাইন প্রতারণা প্রতিরোধেও সতর্ক ডিএমপি
কোরবানির পশু অনলাইনে কেনাকাটায় প্রতারণা ঠেকাতে সাইবার ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে অনির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া পেজ ও অনলাইন সাইট থেকে পশু না কেনার আহ্বান জানানো হয়েছে।
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা
ঈদের আগে ও পরে সড়কপথে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও টার্মিনাল এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপি’র পরামর্শ
-
বাসা ফাঁকা রেখে গেলে থানায় জানিয়ে যান
-
অনলাইন কেনাকাটায় সতর্ক থাকুন
-
সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে ৯৯৯-এ ফোন করুন
-
কোরবানির স্থান পরিষ্কার ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান