কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী কিবরিয়া শিপন ভূঁইয়া। ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রবিবার, ২০ এপ্রিল তাকে এ পদে নিযুক্ত করে।বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধি ৬৪ (১) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।প্রবাসী কিবরিয়া শিপন ভূঁইয়ার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী গ্রামে।বিএনপি নেতা ও ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য কিবরিয়া শিপন ভূঁইয়া।তাঁর পরিবারে সদস্য ৫ জন যুক্তরাজ্যে লন্ডন প্রবাসী।চার সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন মো:শামসুজ্জামান আকন্দ(প্রধান শিক্ষক,সদস্য সচিব)মোহাম্মদ এরশাদুল ইসলাম (সাধারণ শিক্ষক সদস্য) ও জাহান ভূঁঁইয়া(অভিভাবক সদস্য)।