দৈনিক আশুলিয়া
শনিবার, ১৪ জুন ২০২৫ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | প্রকাশকাল: সকাল ১০:০০
আহত অন্তত ১৪, গুরুতর এক নারী; উদ্ধারকাজে ব্যস্ত জরুরি কর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক ● দৈনিক আশুলিয়া
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে। ইরানের প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন অন্তত ১৪ জন, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন আরও দুইজন।
ইসরায়েলি দৈনিক ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, শুক্রবার রাতভর চলা হামলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে মধ্য ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায়। স্থানীয় সময় রাত ২টার দিকে আকাশে ভেসে ওঠে আগুনের গোলা, মুহূর্তেই কেঁপে ওঠে শহর। প্রাথমিক চিকিৎসা কর্মীরা নিশ্চিত করেছেন, ধ্বংসস্তূপে দু’জন চাপা পড়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। আহতদের মধ্যে ৬০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত ওল্ফসন মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
ইসরায়েলি পুলিশ ও উদ্ধারকর্মীরা রাত থেকেই উদ্ধার অভিযানে ব্যস্ত সময় পার করছেন। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জরুরি সেবা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের।
এ হামলার বিষয়ে ইসরায়েলি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এ হামলার পর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে।
এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ। দেশটির এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, “ইসরায়েলের আগ্রাসনের জবাবেই এই হামলা চালানো হয়েছে। আমাদের লক্ষ্য ছিল সামরিক ও প্রতীকী স্থাপনা।”
বিশ্ব সম্প্রদায় এই ঘটনায় সহিংসতা এড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। জাতিসংঘের মহাসচিব শান্তির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছেন।
🖊 প্রতিবেদন: আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া
📍সম্পাদনা: বার্তা সম্পাদক, দৈনিক আশুলিয়া