নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত করতে ভূমিকা রাখবে।