ঢাকাFriday , 2 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে, পেহেলগাঁওকাণ্ডের রেশে টানা আটদিন গুলি বিনিময়

Link Copied!

নয়া দিল্লি, শুক্রবার:
পেহেলগাঁওকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা আটদিন ধরে চলছে গুলির লড়াই। বৃহস্পতিবার রাতেও ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।

রাত সাড়ে দশটা নাগাদ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা ও রাজৌরি সেক্টরে গুলির শব্দ শোনা যায়। দুই পক্ষই পাল্টাপাল্টি গুলি চালায় বলে জানানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্তা জানান, “সীমান্তের ওপার থেকে বিনা উসকানিতে গুলি ছোড়া হলে, আমাদের বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”

এদিকে সূত্রের খবর, সীমান্তবর্তী কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

কূটনৈতিক স্তরেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দিল্লি ও ইসলামাবাদের মধ্যে আলোচনার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মহলেও এই সংঘাত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, পেহেলগাঁওতে সাম্প্রতিক এক হামলায় ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান নিহত হন। সেই ঘটনার জেরেই সীমান্তে এই উত্তেজনা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।