প্রতিনিধি, লন্ডন:
যুক্তরাজ্যের স্থানীয় সময় রবিবার পশ্চিম লন্ডনের একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আমরা আজ একটি বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন প্রয়োজন সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুনভাবে গড়ার।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের মাঝে মতপার্থক্য থাকতেই পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এসব পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের একসঙ্গে কাজ করতে হবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, কর্মসংস্থান তৈরি করতে ও আন্তর্জাতিক পরিসরে দেশকে এগিয়ে নিতে।”
তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধশালী ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে হলে সব দলের, সব মানুষের ঐক্য দরকার। রাজনীতিতে ভিন্নমত থাকবে, তবে জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়াই সময়ের দাবি।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বক্তৃতার আগে তারেক রহমান টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টটি প্রতিবছরই প্রবাসী বাংলাদেশিদের মাঝে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।