চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন তিনি
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি আজ বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, এই সফরে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু কর্মকর্তাও।
সূত্র জানায়, টোকিওতে অবস্থানকালে অধ্যাপক ইউনূস ‘এশিয়া-প্যাসিফিক পার্টনারশিপ সামিট’-এ অংশ নেবেন, যেখানে তিনি “নতুন বিশ্ব অর্থনীতিতে সহযোগিতার পথ” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি, তিনি জাপানের খ্যাতনামা নীতিনির্ধারক ও অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিশেষজ্ঞ মহলের ধারণা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বার্তা যাবে।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।