ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক বিরোধে কিশোর রিয়াদকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী। সোমবার (১২ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিয়াদ দর্শনা পৌরসভার বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হযরত আলীর পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে রিয়াদ ও হযরত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হযরত আলী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রিয়াদের গলায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে তা ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

নিহত রিয়াদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।